করোনাভাইরাসে পজিটিভ হওয়ার ২৮ দিনের মধ্যে যুক্তরাজ্যে দেড় লাখের বেশি মানুষের মৃত্যু
- আপডেট সময় : ০১:৩৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
করোনাভাইরাসে পজিটিভ হওয়ার ২৮ দিনের মধ্যে যুক্তরাজ্যে দেড় লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার আরও ৩১৩ জনের প্রাণহানি ঘটেছে। যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া, মেক্সিকো ও পেরুর পর করোনায় দেড় লাখ মৃত্যু ছাড়িয়ে যাওয়া দেশ এখন যুক্তরাজ্য। দেশটিতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে এখন এক লাখ ৫০ হাজার ৫৭ জনে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন, করোনা বিপুল সংখ্যক মানুষকে কেড়ে নিয়েছে। এই বিপর্যয় থেকে মুক্ত হতে প্রথম ও দ্বিতীয় ডোজ নেয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর। পূর্ণডোজ টিকা গ্রহীতারা বুস্টার ডোজ নিতে পারবেন বলেও জানান বরিস জনসন। বিশ্বজুড়ে অতিসংক্রামক ওমিক্রনে আক্রান্তের বড় ধরনের ঢেউ বয়ে যাচ্ছে। যুক্তরাজ্যে নতুন করে এক লাখ ৪৬ হাজার ৩৯০ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে রোগী ভর্তির সংখ্যা বেড়ে যাওয়ায় ও স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতিতে হাসপাতালগুলো ব্যাপক চাপে আছে। গত সপ্তাহে স্কটল্যান্ডে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা ৫০ শতাংশ বেড়েছে। করোনার চলমান প্রকোপ সামলাতে হিমশিম খাচ্ছেন ব্রিটিশ স্বাস্থ্যকর্মীরা। দেখা দিয়েছে স্বাস্থ্যকর্মীর সংকট।