করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় ৯১৮ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় ৯১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে সরকারি হিসেবে মৃতের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৩৩৪ জন।
এ সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৭৪ হাজার ৩৮৩ জন। দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭০ লাখ ৫৩ হাজার ৮০৬। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। জন হপকিন্সের রিপোর্ট অনুযায়ী, করোনা আক্রান্তের হিসেবে বিশ্বে ভারত এখন দ্বিতীয় স্থানে। আর কোভিডে মৃত্যুহারে তৃতীয় স্থানে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার এই দেশটি।