করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আপডেট সময় : ০২:২৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসটি নিয়ন্ত্রণে ৩০ দিনের জন্য ইউরোপের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। অন্যদিকে, ভাইরাসটির প্রাদুর্ভাবের কারণে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের পর্যটক ভিসা স্থগিত করেছে ভারত ও শ্রীলঙ্কা। এরইমধ্যে বিশ্বের ১১০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মারা গেছেন ৪ হাজার ৬৩৩ জন।
চীনে প্রাণঘাতী করোনাভাইরাস কিছুটা নিয়ন্ত্রনণে আসলেও দ্রুত ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্য সব দেশে। ইতালিতে গেলো ২৪ ঘণ্টার ভাইরাসটিতে মারা গেছেন ১৯৬ জন। আর আক্রান্ত হয়েছে ২ হাজারেও বেশি মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলাচলের ওপর কড়াকড়ি আরোপের পাশাপাশি জনসমাগম নিষিদ্ধের পর এবার সব ধরনের দোকান-পাট বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি।
স্থানীয় সময় কোভিড-নাইটিনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জেনেভায় সংবাদ সম্মেলেন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আডানম গেব্রেইয়েসাস। এ সময় করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেন তিনি। চীনের বাইরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা গত দুই সপ্তাহে বেড়ে ১৩ গুণ হয়েছে। এর সংক্রমিত হওয়ার হার অত্যন্ত আতঙ্কিত হওয়ার মতো এবং বর্তমান পরিস্থিতি গভীর উদ্বেগজনক।’ তবে কয়েকটি দেশ দেখিয়ে দিয়েছে এই ভাইরাসটি দমন ও নিয়ন্ত্রণ করা যায়। শান্ত থেকে সঠিক ব্যবস্থা নিয়ে বিশ্বের নাগরিকদের রক্ষায় ব্যবস্থা নিতে সরকারগুলোর প্রতি আমি আহ্বান জানাচ্ছি।
এদিকে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া রোধে ৩০ দিনের জন্য ইউরোপের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বড় ধরনের জমায়েত নিষিদ্ধ করেছেন ওয়াশিংটন রাজ্যের গভর্নর। আমাদের উপকূলে নতুন করে আক্রান্ত প্রবেশ ঠেকাতে আমরা ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে সব ধরণের প্রবেশ বাতিল করতে যাচ্ছি’। শুক্রবার মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। মার্কিন অর্থনীতির ওপর করোনা ভাইরাসের প্রভাব ঠেকাতে ছোট ছোট ব্যবসায়িক উদ্যোগগুলোর জন্য শত শত কোটি ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা আছে আমাদের।
অন্যদিকে, ভাইরাসটির প্রাদুর্ভাবের কারণে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের পর্যটক ভিসা স্থগিত করেছে ভারত সরকার। একইসঙ্গে সব ভিসা স্থগিত করেছে শ্রীলঙ্কা। সবশেষ তথ্য অনুয়ায়ি, বিশ্বের ১১০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে মারা গেছেন ৪ হাজার ৬৩৩ জন। আক্রান্ত হয়েছে ১ লাখ ২৬ হাজারেও বেশি মানুষ। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ হাজারেও বেশি মানুষ।