করোনার অজুহাতে রাজশাহীর কৃষকদের বোরোধান কেনা শুরু করেনি খাদ্য অধিদপ্তর
- আপডেট সময় : ০৪:০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
করোনার অজুহাতে রাজশাহী বিভাগে এখনো কৃষকদের কাছ থেকে বোরোধান কেনা শুরু করতে পারেনি খাদ্য অধিদপ্তর। এমনকি কৃষকদের তালিকা তৈরির কাজও হয়নি। কবে নাগাদ ধান সংগ্রহ অভিযান শুরু হবে তাও বলতে পারছেন না কেউই। তবে কৃষি অধিদপ্তরের দাবি, এ অঞ্চলের ধান উঠতে এখনো অন্তত ১৫ দিন বাকি। তাই কাজ চলছে ধীরে।
খাদ্য অধিদপ্তরের বেঁধে দেয়া সময় অনুযায়ী গেল ২৬এপ্রিল থেকে বোরো ধান কেনার কথা। কিন্তু তা এখনো শুরু হয় নি। কৃষি অধিদপ্তরের দেয়া তালিকা অনুযায়ী কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনবে খাদ্য অধিদপ্তর। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এখনো তালিকার কাজ শুরুই হয় নি।
মাঠ পর্যায় থেকে তালিকা হাতে পেলে উপজেলা খাদ্য ক্রয় কমিটিতে যাচাই বাছাই শেষে তা চূড়ান্ত করা হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, অন্যান্য অঞ্চলের তুলনায় রাজশাহীতে বোরো ধান কৃষকের ঘরে ওঠে খানিকটা দেরিতে। তাই দেরি হচ্ছে ধান সংগ্রহে।
তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হন নি রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রায়হানুল কবীর।
চলতি মওসুমে এ বিভাগের আট জেলায় এক লাখ দু’হাজার ৬৬৬ মেট্রিক টন বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।