করোনার উপসর্গ নিয়ে দুই নারীর মৃত্যু

- আপডেট সময় : ০২:০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
দিনাজপুরের নবাবগঞ্জ ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে দুই নারীর মৃত্যু হয়েছে।
দিনাজপুরের নবাবগঞ্জে করোনার উপসর্গ নিয়ে জাহানারা নামে এক নারীর মৃত্যু হয়েছে। করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। তিনি উপজেলার বিনোদনগর ইউনিয়নের বাগানপাড়া গ্রামের মৃত আজিজুল হকের মেয়ে। গতকাল উপজেলার রামপুর বাজারের ভাড়া বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান হাকিমপুর থানার ওসি অশোক কুমার চৌহান।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে ভোরে লিমা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। খুমেক হাসপাতালের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ৩/৪ দিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন লিমা। পরে সোমবার বিকেলে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।