করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুইজনের মৃত্যু
- আপডেট সময় : ০৫:২৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়েছে।
জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে শুক্রবার করোনার উপসর্গ নিয়ে তালা উপজেলার নওয়াপাড়া গ্রামের আরিফা খাতুন শুক্রবার রাত ১০টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মারা যান। এদিকে, একই দিনে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন তালা উপজেলার শারসা গ্রামের রাধাপদ দাস। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনিও মারা যান।
ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে সামছুল আলম খান নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি ঝিনাইদহ জনতা ব্যাংক লিমিটেড এর সাবেক সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেল রাতে তিনি মারা যান।