করোনার উৎপত্তি নিয়ে তদন্ত করতে উহানের বন্যপ্রাণির বাজার পরিদর্শন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
করোনার উৎপত্তি নিয়ে তদন্ত করতে চীনের হুবেই প্রদেশের উহানের বন্যপ্রাণির বাজার পরিদর্শন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দল। রবিবার উহানের হুয়ানান বাজার পরিদর্শন করে বিশেষজ্ঞ দলটি। তবে এ বিষয়ে কোন বিবৃতি দেননি তারা।
এর আগে শনিবার উহানের একটি হাসপাতাল পরিদর্শন করেন তারা। গেল ১৪ই জানুয়ারি উহানে পৌঁছায় ১০ সদস্যের বিশেষজ্ঞ দলটি। দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকার পর, বৃহস্পতিবার থেকে উহানের হাসপাতাল এবং বাজারগুলো পরিদর্শন শুরু করেন। উহানের হুয়ানান বাজার থেকেই করোনার প্রাদুর্ভাব শুরু হয় বলে ধারণা করা হয়। হুয়ানান বাজারে যাওয়ার পর ৪ জনের করোনা শনাক্ত হয়, এরপর ২০১৯ সালের ৩১শে ডিসেম্বর থেকে বাজারটি বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। বিশ্বে করোনায় এ পর্যন্ত আক্রান্তে ১০ কোটি ৩৫ লাখের বেশি। এ রোগে মৃত্যু হয়েছে ২২ লাখ ৩৭ হাজার।