করোনার ‘ওমিক্রন’ ধরন ঠেকানোর উপায় নিয়ে আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতি বৈঠক
- আপডেট সময় : ০৮:৫৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করছে সরকার। ২৪ ঘণ্টার ব্যবধানে দেশে করোনায় মৃত্যু, সংক্রমণ ও নতুন রোগী শনাক্তের হার—সবই বেড়ে গেছে। গত ডিসেম্বরের প্রথম দু’সপ্তাহে শনাক্তের হার ১ শতাংশের ঘরেই ছিল। এখন তা তিনগুণেরও বেশি বেড়েছে।
সন্ধ্যা পৌণে সাতটা থেকে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠক চলছে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অন্যান্যরা ভার্চ্যুয়ালি বৈঠকে অংশ নিচ্ছেন। এদিকে, গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬৭৪ জন। এ সময় করোনায় আক্রান্ত মারা গেছেন চারজন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আগের দিন করোনায় একজনের মৃত্যু হয়েছিল। নতুন রোগী শনাক্ত হয়েছিলেন ৫৫৭ জন। ২৪ ঘণ্টায় দেশে মোট ১৯ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৩ দশমিক ৩৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ২ দশমিক ৯১ শতাংশ। এদিকে, করোনার বিস্তার রুখতে ভারতের পশ্চিমবঙ্গে রাত্রিকালীন কারফিউ জারি ও স্কুল-কলেজসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান আবার বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে, বাংলাদেশকেও নতুন করে ভাবতে হচ্ছে।