করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার রোধে ছুটির দিনগুলোতে অনুষ্ঠান বাতিলের আহ্বান
- আপডেট সময় : ১২:৫৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার রোধে ছুটির দিনগুলোতে অনুষ্ঠান বাতিলের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওমিক্রন ঠেকাতে সংস্থাটির প্রধান আহ্বান জানিয়েছেন আসন্ন ক্রিসমাসসহ সব ধরনের সামাজিক অনুষ্ঠান ও জনসমাগম বাতিলের।
সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম বলেন, ওমিক্রনের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়া ঠেকাতে জনসমাগম এড়িয়ে চলতে হবে। এসময় তিনি, ক্রিসমাসসহ সব ধরণের অনুষ্ঠান বাতিলের আহ্বান জানান। ওমিক্রনের বিস্তার রোধে এরই মধ্যে কড়াকড়ি অবস্থানে গেছে ফ্রান্স, জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশ। আবারোও লকডাউন দিয়েছে নেদারল্যান্ডস। এছাড়া নতুন বিধিনিষেধ আরোপের কথা জানিয়েছে ব্রিটেন। ডব্লিউএইচও বলছে, কোভিডের ডেল্টা ধরনের চেয়ে দ্রুতগতিতে ছড়ায় ওমিক্রন ভ্যারিয়েন্ট। তবে আগামী বছরের মাঝামাঝি বিশ্বের ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হলে ২০২২ সালেই বিদায় হবে করোনা। এমন আশার কথাও বলেন সংস্থাটির মহাপরিচালক।