করোনার কারণে দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে চলতি অর্থবছরে মাত্র ২ থেকে ৩ শতাংশ হতে পারে
- আপডেট সময় : ০৭:৪৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০
- / ১৫১৯ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে চলতি অর্থবছরে মাত্র ২ থেকে সর্বোচ্চ ৩ শতাংশ হতে পারে বলে প্রাক্কলন করেছে বিশ্বব্যাংক। আজ বিশ্বব্যাংকের ওয়াশিংটন সদর দপ্তর থেকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের ওপর এ প্রাক্কলন প্রকাশ করা হয়েছে।
বৈশ্বিক এই ঋণদান সংস্থার পূর্বাভাসে বলা হয়েছে, ২০২০ সালে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রবৃদ্ধি ১ দশমিক ৮ শতাংশ থেকে সর্বোচ্চ ২ দশমিক ৮ শতাংশের মধ্যে নেমে আসবে– যা ছয়মাস আগে প্রত্যাশিত ছিল ৬ দশমিক ৩ শতাংশ। বিগত ৪০ বছরে মধ্যে এবার এই অঞ্চলের অর্থনীতির সবচেয়ে খারাপ পারফরম্যান্স হবে। শুধু চলতি বছর নয়, আগামী অর্থবছরে তা আরও কমে দাঁড়াবে ১ দশমিক ২ থেকে সর্বোচ্চ ২ দশমিক ৯ শতাংশে। ২০২১-২২ অর্থবছরে একটু ঘুরে দাঁড়ালেও তা ৪ শতাংশের নীচেই থাকবে। বিশ্বব্যাংক বলেছে, করোনা মহামারীর কারণে দারিদ্র্য পীড়িত বাংলাদেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হবে। বিশেষ করে, পোশাক খাতের পণ্যের জন্য জাতীয় ও বিশ্বব্যাপী চাহিদা হ্রাস পেয়ে বেকারত্ব বৃদ্ধি– দারিদ্র্যকে আরও গভীর করে তুলবে। ফলে বাংলাদেশের মধ্য-আয়ে ওঠার স্বপ্ন কমপক্ষে ১০ বছর পিছিয়ে যাবে। সংস্থাটির প্রাক্কলন অনুযায়ী করোনাভাইরাসের ধাক্কায় সার্কভুক্ত দক্ষিণ এশিয়ার অন্য সাতটি দেশের অর্থনীতিতেও বড় রকমের ধস নামবে।