করোনার কারণে পর পর দুই বছরে লোকসানের মুখে পড়েছে বাবুর হাটের ব্যবসায়ীরা
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৮:৫০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
করোনার কারণে পর পর দুই বছর লকডাউন থাকায় লোকসানের মুখে পড়েছে দেশের সবচেয়ে বড় কাপড়ের হাট, বাবুর হাটের ব্যবসায়ীরা। ক্রেতাদের আনাগোনা নেই আগের মতো। বড় পাইকারের তুলনায় বেড়েছে খুচরা ক্রেতা। আর্থিক লেনদেন হাজার কোটি থেকে শত কোটিতে নেমেছে। ঈদ উপলক্ষে বেচাকেনা কিছুটা বাড়তে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত দেশীয় কাপড় বাজারজাতকরণের অন্যতম হাট নরসিংদীর শেকেরচর বাবুরহাট। প্রতি বছর রমজানে এই হাটে প্রায় তিন হাজার কোটি টাকার বেঁচাকেনা হয়। তবে এবারের চিত্র ভিন্ন।
করোনায় পর পর দুই বছর লকডাউন থাকায় লেনদেন কমেছে ৬০ থেকে ৭০ শতাংশ। গণপরিবহণ বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে বড় পাইকাররা হাটে আসতে পারছেনা। এতে করে অনেক কাপড় আটকে থাকার আশংকা করছে ব্যবসায়ীরা।
করোনা মহামারিতে ঝুঁকি থাকায় ব্যবসায় সমস্যা হচ্ছে বলে জানায় ক্রেতারা।
ক্ষতিগ্রস্থদের জন্য সরকারি প্রণোদনার দাবি জানান, ব্যবসায়ীরা।
পাইকারি এই হাটে দোকান আছে পাঁচ হাজারেরও বেশি। এর সঙ্গে জড়িত রয়েছে প্রায় ৩০ হাজার কর্মচারি।