করোনার কারণে মেট্রোরেল প্রকল্পে সংকট সৃষ্টি হয়েছে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:৫২:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
করোনার কারণে মেট্রোরেল প্রকল্পে নানা ধরনের সংকট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে মেট্রোরেল প্রকল্পের উদ্যোগে নির্মিত ফিল্ড হাসপাতাল উদ্বোধনকালে ভার্চুয়াল বক্তব্যে একথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারীতে মেট্রোরেলের সাথে সংশ্লিষ্টদের স্বাস্থ্য সুরক্ষায় হাসপাতাল নির্মাণসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া ২০৩০ সালের মধ্যে ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে আরো ৬টি মেট্রোরেল রুট নির্মাণের পরিকল্পনার কথাও জানান সেতুমন্ত্রী।
বুধবার মেট্রোরেল প্রকল্পের উদ্যোগে নির্মিত ফিল্ড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় তিনি বলেন , মহামারী করোনাভাইরাস মানুষের জীবনের মতো মেট্রোরেলেরও সবকিছু ওলট-পালট করে দিয়েছে।
করোনা দীর্ঘায়িত হতে পারে এমন বিবেচনায় উত্তরার পঞ্চবটী কনস্ট্রাকশন ইয়ার্ডে ১৪ শয্যাবিশিষ্ট এবং গাবতলীর কনস্ট্রাকশন ইয়ার্ডে ১০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হয়েছে বলে জানান সেতুমন্ত্রী।
এছাড়া ঢাকা মহনগরীর যানজট নিরসনে ১শ’ ২৮ কিলোমিটার রুটের উড়াল এবং পাতাল পথ নির্মাণের কথাও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।