করোনার কারণে হুমকির মুখে পড়েছে মৌলভীবাজারের তাঁত শিল্প
- আপডেট সময় : ০১:৪২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
করোনার কারণে হুমকির মুখে পড়েছে মৌলভীবাজারের তাঁত শিল্প। প্রতি বছর ঈদকে সামনে রেখে নতুন নতুন নকশা’র পোশাক তৈরিতে ব্যস্ত থাকতো এর সঙ্গে জড়িতরা। কিন্তু, এখন আর তাঁতবোনার শৈল্পিক শব্দ নেই তাঁত পল্লীতে। শিল্পটি বাঁচিয়ে রাখতে প্রণোদনার কথা ভাবছে প্রশাসন।
করোনার কারণে হুমকির মুখে পড়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মণিপুরি তাঁত শিল্প। এ শিল্পের সাথে জড়িত রয়েছে মণিপুরি সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ। হাতে তৈরি নকশাখচিত বিভিন্ন পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে দেশ-বিদেশে। তাঁতীপাড়া এখন অনেকটাই নিস্তব্ধ। গত বছর থেকে কর্মহীন হয়ে পড়েছে কয়েক হাজার তাঁত শ্রমিক।
এখন পর্যন্ত সরকারিভাবে কোনো প্রণোদনা পায়নি তারা। নিজেদের উদ্যোগে এ শিল্পকে বাঁচিয়ে রাখা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে বলে জানায়, উদ্যোক্তারা। প্রশাসন পৃষ্ঠপোষকতা করার কথা ভাবছে বলে জানান, শ্রীমঙ্গলের ইউএনও। মণিপুরি তাঁত শিল্প রক্ষায় সরকার কার্যকর উদ্যোগ নেবে বলে আশা করে, সংশ্লিষ্টরা।