করোনার টিকা নিতে মানুষের আগ্রহ কমে যাচ্ছে : উদ্বেগ প্রকাশ স্বাস্থ্যমন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
করোনার টিকা নিতে মানুষের আগ্রহ কমে যাচ্ছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্বাবিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ উদ্বেগ জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা এখনো চলে যায়নি।
করোনার নতুন ধরণ ওমিক্রণ ঠেকাতে সামাজিক অনুষ্ঠান সীমিত রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। মানুষের আগ্রহ কমে আসার কথা জানিয়ে তিনি বলেন, সবাইকে করোনার টিকা নিতে হবে। ওমিক্রণ ঠেকাতে টিকার কোনো বিক্ল্প নেই বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। দেশে বর্তমানে সাড়ে চার কোটি টিকা মজুদ আছে জানিয়ে তিনি আরও বলেন, বয়স্ক ও সম্মুখ সারির করোনা যোদ্ধাদের কিছু দিনের মধ্যেই বুস্টার ডোজ দেয়া শুরু হবে।