করোনার টিকা পেতে হিড়িক পড়েছে নতুন ভোটার হওয়ার
- আপডেট সময় : ০২:০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
করোনার টিকা পেতে হিড়িক পড়েছে নতুন ভোটার হওয়ার। এজন্য ভীড় জমছে নির্বাচন অফিসে। এ ব্যাপারে এখন শিক্ষার্থীরাই বেশি আগ্রহী। গেল এক বছরে রাজশাহী বিভাগে নতুন ভোটার বেড়েছে প্রায় ৩২হাজার। নির্বাচন কমিশন বলছে, ভ্যাকসিন কার্যক্রম অগ্রাধিকার দিতে অনলাইনে সেবা আরো সহজ করা হয়েছে।
অগ্রাধিকারভিত্তিতে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়ার সিদ্ধান্তে নতুন ভোটার হওয়ার হিড়িক পড়েছে। রাজশাহী জেলা নির্বাচন কার্যালয়ে এমন ভীড় এখন নিত্যদিনের। অনলাইনে আবেদনের পর তারা সশরীরে হাজির হচ্ছেন ছবি তোলাসহ বাকি প্রক্রিয়া শেষ করতে। আবার অনেকে বাবা-মার জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্যও আসছেন।
সন্তানের এনআইডি করাতে ব্যস্ততা বেড়েছে অভিভাবকদেরও।
টিকার গুরুত্ব বিবেচনায় করোনাকালেও নির্বাচন অফিস বেশ সরগরম।
নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে অনলাইনে আবেদনের ২/১ দিনের মধ্যে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হচ্ছে এনআইডি নম্বর। এছাড়া, এনআইডি সংশোধন, হারানো এনআইডি অনুমোদন ও স্মার্ট কার্ড বিতরণও করা হচ্ছে সমানতালে।
গেল এক বছরে রাজশাহী বিভাগে ভোটার মাইগ্রেশনের সংখ্যা ৮২হাজার ৮২০। এনআইডি সংশোধন করেছেন সাড়ে ৭৭হাজার ভোটার। এছাড়া, প্রায় ৪৮ হাজার হারানো এনআইডি, নতুন করে ইস্যুর জন্য অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।