করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় লকডাউনের ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি: স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মহামারী করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় লকডাউনের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে কড়াকড়ি স্বাস্থ্যবিধি মেলে চললেই লকডাউনের প্রয়োজন হবে না।
দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশে আবারো করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, করোনা মোকাবিলায় মন্ত্রনালয়ের পক্ষ থেকে সরকারকে বেশকিছু পরামর্শ দেয়া হয়েছে। এ সময় করোনা থেকে রক্ষা পেতে দেশবাসীকে সভা-সমাবেশ, বাইরে চলাফেরা ও বেড়ানো সীমিত করার জন্য আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।