করোনার প্রভাবে ভয়াবহ ধস বগুড়ার হোটেল-মোটেল ব্যবসায়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের প্রভাবে ভয়াবহ ধস নেমেছে বগুড়ার হোটেল-মোটেল ব্যবসায়। বন্ধ হয়ে গেছে প্রায় একশ’ প্রতিষ্ঠান। বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন উদ্যোক্তারা। ব্যবসা ও কর্মসংস্থান টিকিয়ে রাখতে কর রেয়াত আর বিশেষ প্রণোদনা চেয়েছেন মালিকরা।
ঐতিহ্যবাহী মহাস্থান গড় আর শিল্পনগরীর কারণে বগুড়ায় হোটেল- মোটল ব্যবসা সারা বছরই থাকতো জমজমাট। অতিথি আর ক্রেতার পদচারণায় সরগরম থাকতো মধ্যরাত পর্যন্ত। কিন্ত করোনার প্রভাবে মিটিং, সেমিনার, কনফারেন্স কিংবা সামাজিক সবই অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে।
আর্থিক ক্ষতির মুখে পড়ে দু:শ্চিন্তায় পড়েছেন মালিকরা। শ্রমিক-কর্মচারীরাও হয়ে পড়েছে কর্মহীন।
ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রণোদনা দেয়ার দাবি জানালেন, স্থানীয় এই সংসদ সদস্য।
সব ধরনের কর রেয়াত আর সরকারী প্রণোদনা দিয়ে সেবামুলক এই প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখার দাবি করেন মালিক- কর্মচারিরা।