করোনার বিধিনিষেধ মেনেই বাংলাবান্ধা স্থলবন্দরে লক্ষ্যমাত্রার দ্বিগুণ রাজস্ব আদায়
- আপডেট সময় : ০৫:৫০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
করোনার মধ্যেও লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দ্বিগুণ রাজস্ব আয় করে চমক দেখিয়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। বিধিনিষেধ মেনেই কাজ হয়েছে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা। বলছেন, অবকাঠামোগত উন্নয়ন এবং আরো কিছু পণ্যের আমদানী-রপ্তানীর অনুমোদন পেলে রাজস্ব ২০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। চীনের সাথে বন্দরটির বাণিজ্য সম্পর্ক তৈরির তাগিদ ব্যবসায়ীদের।
বৈশ্বিক করোনা মহামারী বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিতে পড়েছে দেশের ব্যবসা বানিজ্য। ব্যবসা-বাণিজ্যের এমন ক্রান্তিকালে দেশের সর্ব উত্তরের বাংলাবান্ধা স্থলবন্দর সরকারের বেধে দেয়া লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দ্বিগুণ রাজস্ব আয় করে দেশের অর্থনীতিতে চমক দেখিয়েছে।
বন্দরের শ্রমিকরা বলছেন, বন্দরের সড়কটি প্রশস্ত ও মালামাল খালাসে গতি ফেরাতে পারলে বন্দরের রাজস্ব কয়েক গুণ বেড়ে যাবে বলে জানান শ্রমিকরা।
সরকারের বিধিনিষেধ মেনেই বন্দরের স্বাভাবিক কর্মকান্ড পরিচালনা করায় এমন সাফল্য এসেছে বলে জানান স্থানীয় সিএন্ডএফ এজেন্টরা। আর সরকার ও স্থানীয় স্টেক হোল্ডারদের সহায়তা থাকায় বন্দরে রাজস্ব আয় বেড়েছে বলে মনে করেন বন্দরের পোর্ট ইনচার্জ
গত অর্থ বছর বন্দরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় ৩৩ কোটি ৪৩ লাখ টাকা। যার বিপরীতে রাজস্ব এসেছে ৬১ কোটি ১৪ লাখ টাকা বলে জানান বন্দর কর্তৃপক্ষ।
১শ’ ৮০ কিলোমিটার দুরত্বে থাকা চীনের সাথে বন্দরটির বাণিজ্য সম্পর্ক তৈরী করা গেলে দেশের অন্যান্য বন্দরকেও ছাড়িয়ে যাবে আশা সংশ্লিষ্টরা।