করোনার বিশেষায়িত হাসপাতাল হলেও ছিলোনা আইসিইউ ও সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা
- আপডেট সময় : ০৮:১৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ১৫১৩ বার পড়া হয়েছে
করোনার বিশেষায়িত হাসপাতাল, কিন্তু ছিলোনা আইসিইউ ও সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। বলছি রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালের কথা। যেটি গেল বছর মাসিক ১২ লাখ টাকা চুক্তিতে ভাড়া নিয়েছিলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে মাত্র দেড়শ রোগীর চিকিৎসাখাতে খরচ করা হয়েছে সাড়ে ৬৪ লাখ টাকা। এর মধ্যে ২৪জনই মারা গেছেন। হাসপাতালটি ভাড়া নেয়ার সিদ্ধান্ত সঠিক ছিল না, বলছেন করোনা ব্যবস্থাপনার সাথে জড়িতরা চিকিৎসকরা।
এ রকম ভুতুড়ে পরিবেশের খ্রিস্টিয়ান মিশন হাসপাতালকেই করোনা রোগীদের চিকিৎসার জন্য ভাড়া নিয়েছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এ জন্য প্রতিমাসে ভাড়া দিতে হয়েছে ১২ লাখ টাকা করে। অথচ কোভিড ডেলিগেটেড হাসপাতালের প্রধান শর্ত অনুযায়ী, এখানে আইসিইউ ও সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা নেই।
গেল বছরের ১৬ এপ্রিল থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ৫ মাসে মিশন হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন ৭১৬জন। এরমধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয় মাত্র ১৫১জনের। আর মারা গেছেন ২৪জন রোগী।
তবে গত বছরের অভিজ্ঞতা থেকে এবার আর হাসপাতাল ভাড়া নেয়া হচ্ছে না বলে জানিয়েছেন করোনা চিকিৎসা ব্যবস্থাপনার সাথে জড়িতরা।
করোনা রোগীদের চিকিৎসার সুযোগ সুবিধা নিয়ে প্রশ্ন থাকলেও এক বছর পর অবশ্য চেহারা পাল্টে গেছে মিশন হাসপাতালের। ভাড়ার টাকাতেই ঘষামাজা করে রং করা হয়েছে পুরো ভবন। ফলে এখন চকচকে অবয়ব পেয়েছে হাসপাতালটি।