করোনার ভূয়া রিপোর্ট দেয়ার অভিযোগে জেকেজি’র ডা. সাবরিনা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
করোনাভাইরাস টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগে জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক ডা. সাবরিনা আরিফকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাইবে পুলিশ। দুপুরে ডা. সাবরিনাকে গ্রেফতারের পর ডিসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিসি মোহাম্মদ হারুন অর রশিদ এসব তথ্য জানান।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে যেসব প্রশ্ন করা হয়েছে সেগুলোর সন্তোষজনক উত্তর দিতে পারেননি ডা. সাবরিনা । তাই তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তের জন্য তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করতে হবে। সোমবার তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাইবে পুলিশ। এরআগে টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগে জেকেজি হেলথকেয়ারের প্রধান নির্বাহী আরিফ চৌধুরীকে গ্রেফতার করা হয়। সাবরিনা তারই স্ত্রী। পুলিশের তদন্তে জানতে পারে, জেকেজি হেলথকেয়ার থেকে ২৭ হাজার রোগীকে করোনার টেস্টের রিপোর্ট দেয়া হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৫৪০ জনের করোনার নমুনার আইইডিসিআরের মাধ্যমে সঠিক পরীক্ষা করানো হয়েছিল। বাকি ১৫ হাজার ৪৬০ জনের রিপোর্ট প্রতিষ্ঠানটির ল্যাপটপে তৈরি করা হয়। জব্দ করা ল্যাপটপে এর প্রমাণ মিলেছে।