করোনার সংকটে অনুমান নির্ভর ঔষধ মজুদ না করার আহবান ওবায়দুল কাদেরের
- আপডেট সময় : ০৮:৩৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
করোনার সংকটে অনুমান নির্ভর ঔষধ মজুদ না করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া অক্সিজেন ও ওষুধ ব্যবহার ভয়ংকর হতে পারে। সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে একথা বলেন ওবায়দুল কাদের ।
তিনি বলেন, কেউ কেউ সিলিন্ডার মজুদ করে রাখায় মৃত্যুপথযাত্রী রোগী অক্সিজেন থেকে বঞ্চিত হচ্ছেন। করোনা টেস্ট ও রিপোর্ট পেতে রোগীরা হয়রানির শিকার হচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সংশ্লিষ্টদের সমন্বয় বাড়িয়ে নমুনা সংগ্রহ ও স্বল্প সময়ে রিপোর্ট প্রদানের কার্যকর ব্যবস্থা নেয়া উচিত। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কিছু বেসরকারি হাসপাতাল কোভিড রোগীদের সেবায় প্রশংসনীয় কাজ করলেও এখনও অনেক হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পাওয়া যাচ্ছে। করোনায় অনেক রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবীসহ বিশিষ্ট ব্যক্তিরা প্রাণ হারিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশি সংখ্যায় মৃত্যুবরণ করেছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশ ও জাতির এই কঠিন সময়ে আওয়ামী লীগই ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছে।