করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে রাজশাহীতে চলছে কঠোর বিধিনিষেধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৬:১১ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে রাজশাহীতে চলছে কঠোর বিধিনিষেধ। শুক্রবার বিকেল থেকে কার্যকর হয়েছে এ আদেশ। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৪ জন।
এদের মধ্যে রাজশাহীর বাসিন্দা তিনজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন। বিধিনিষেধের কারণে রাজশাহী সিটি কর্পোরেশনের শপিংমল, মার্কেট, বিপণী-বিতান, গণপরিবহন ও রেলযোগাযোগ বন্ধ রয়েছে। তবে আমসহ প্রয়োজনীয় পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে। বিধিনিষেধ প্রয়োগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে আইন-শৃংখলাবাহিনীর সদস্যরা। এছাড়া, নগরীর বিভিন্ন স্থানে করোনা শনাক্তে চলছে রেপিড টেস্ট।