করোনা সুরক্ষা সামগ্রী দুর্নীতির অভিযোগে মিঠুর দেয়া ব্যাখ্যা দুদক গ্রহণ করেনি
- আপডেট সময় : ০৭:১৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
মাস্ক, পিপিইসহ করোনার সুরক্ষা সামগ্রী সরবরাহে দুর্নীতির অভিযোগের বিষয়ে, স্বাস্থ্যখাতের আলোচিত ঠিকাদার, মোতাজ্জেরুল ইসলাম মিঠুর দেয়া ব্যাখ্যা গ্রহণ করা হয়নি, বলে জানিয়েছেন দুদক সচিব মোহাম্মদ দিলোয়ার বখত। এর আগে সেগুন বাগিচার দুদক কার্যালয়ে দুর্নীতির অভিযোগের বিষয়ে আইনজীবীর মাধ্যমে লিখিত ব্যাখ্যা জমা দেন মিঠুর আইনজীবী সৈয়দ সালাউদ্দিন কাওসার। দুদক সচিব আরো জানান, অচিরেই রিজেন্ট হাসাপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে করোনা চিকিৎসার নামে প্রতারণা করার অভিযোগের অনুসন্ধানে নামবে দুদক।
আলোচিত এই ঠিকাদার ব্যবসায়ীর নাম মোহাম্মদ মোতাজ্জেরুল ইসলাম মিঠু। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, স্বাস্থ্যখাতের অস্বাস্থ্যকর সিণ্ডিকেট ব্যবসার নেপথ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থানকারি মিঠুর সীমাহীন প্রভাব। তাই করোনা সুরক্ষা সামগ্রী সরবরাহে দুর্নীতির অভিযোগে মিঠুকে তলব করে দুদক।
তবে দুদকের ওই তলবে হাজির না হয়ে লিখিত বক্তব্য পাঠান মিঠু। তিনি দাবী করেন, দুদকের চিঠিতে তাকে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ অ্যাণ্ড হসপিটালের চেয়ারম্যান উল্লেখ করা হলেও তিনি সেই পদে নেই। তবে যুক্তরাষ্ট্রের অবস্থানকারি মিঠুর সই করা এই চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়ন ছাড়াই আইনজীবীর মাধ্যমে দুদকে পাঠান হয়।
পরে গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিক বক্তব্যে দুদক সচিব বলেন, যথাযথ প্রক্রিয়া না মানায় মিঠুর চিঠি গ্রহণ করা হয়নি।
চিকিৎসার নামে প্রতারণা করায় রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দ্রুত অনুসন্ধান শুরু হবে বলেও জানান তিনি।
করোনা সুরক্ষা সামগ্রী সরবরাহে দুর্নীতির অভিযোগে এদিন মেডিটেক ইমেজিং লিমিটেডের পরিচালক হুমায়ন কবীরকে জিজ্ঞাসাবাদ করে দুদক কর্মকর্তারা। দুর্নীতির অভিযোগে ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তাদের দেয়া ব্যাখ্যা যাচাই বাছাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান দুদক কর্মকর্তারা।