করোনায় আক্রান্ত ট্রাম্প হাসপাতাল ছাড়লেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসপাতাল ছাড়লেন। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার তিনদিন পর হোয়াইট হাউসে ফিরে ব্যাপক সমালোচনার শিকার হচ্ছেন তিনি।
ট্রাম্প সোমবার হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরে গেছেন। একই সঙ্গে শিগগিরই নির্বাচনী প্রচারের জন্য মাঠে নামার প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে ট্রাম্প এক টুইটবার্তায় জানিয়েছিলেন, তিনি সুস্থ আছেন এ কারণেই হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। এর আগে গত ২ অক্টোবর ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনা পজিটিভ ধরা পড়ে। পরে ট্রাম্পকে হাসপাতালে নেয়া হয়। এর মধ্যে রোববার তিনি হুট করে হাসপাতাল ছেড়ে গাড়িবহর নিয়ে বের হয়ে চমকে দিয়েছেন কর্মী-সমর্থকদের।