করোনায় আক্রান্ত হয়ে জামালপুরের মেলান্দহের এক পরিবহণ শ্রমিকের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় জামালপুরের মেলান্দহের এক পরিবহণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহষ্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহের এস কে হাসপাতালের আইসেলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিভিল সার্জন ডা: প্রণয় কান্তি দাস জানান, মঙ্গলবার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের কাপাসহাটিয়া গ্রামের ৫৩ বছর বয়সী এক ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়ে। ২০ মে বুধবার তাকে জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে আনা হয়। সেখানে তার শ্বাসকষ্ট হলে অবস্থার অবনতি ঘটে। ওই দিনই ময়মনসিংহ এস কে হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহষ্পতিবার তার মৃত্যু হয়।