করোনায় আক্রান্ত হয়ে ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন মারা গেছেন
- আপডেট সময় : ১২:০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত হয়ে ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন মারা গেছেন। এছাড়া সাতক্ষীরা ও মাদারীপুরে আরো দু’জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন। গত ১২ জুন নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ডা. সাজ্জাদ হোসেনের করোনা ধরা পড়ে। শুরুতে তিনি ফেনী সদরের লেমুয়া গ্রামের নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে ১৪ জুন ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর মেডিকেল বোর্ডের পরামর্শে ১৮ জুন তাকে ঢাকায় পাঠানো হয়। অবস্থা আরও খারাপ হলে ১ জুলাই ডা. সাজ্জাদ হোসেনকে ভেন্টিলেশনে নেয়া হয়। সেখানে ৭ দিন চিকিৎসাধীন থেকে গতকাল তার মৃত্যু হয়।
করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরার নলতা রওজা শরীফের খাদেম মৌলভী আনছারউদ্দীন আহম্মেদ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাপসপাতালে মারা গেছেন। তিনি কালিগঞ্জ উপজেলার পাইকাড়া গ্রামের মৃত এজাহার হোসেনের ছেলে।
মাদারীপুরের শিবচরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোসলেমউদ্দিন গতরাতে নিজ বাড়িতে মারা গেছেন। তিনি শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের বাসিন্দা।