করোনায় আক্রান্ত হয়েছেন এমন প্রসূতি মায়েদের মৃত্যুহার দেশে দিনদিন বাড়ছে
- আপডেট সময় : ০১:৫৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত হয়েছেন এমন প্রসূতি মায়েদের মৃত্যুহার দেশে দিনদিন বাড়ছে। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে প্রসূতি মৃত্যুর হার আশংকাজনকভাবে বেড়ে চলছে। তাই করোনা আক্রান্ত প্রসূতিদের প্রাণ রক্ষা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই প্রাথমিক সর্দি-জ্বরকে গুরুত্ব না দেয়ায় মৃত্যু হচ্ছে। এর মধ্যে অন্তত ৭০ শতাংশই গ্রামাঞ্চলের। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গ্রামে গণটিকা কার্যক্রম ছড়িয়ে দেয়া হলে মৃত্যুর সংখ্যা কমে আসবে।
রোজার ঈদের পর থেকে গ্রামে ছড়িয়ে পড়ে করোনা সংক্রমণ। ফলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই গড়ে অন্তত ১৪জন মারা গেছেন করোনা ও উপসর্গ নিয়ে। হাসপাতালের পরিচালক বলছেন, বিশেষ করে প্রসূতি মায়েদের মৃত্যুর ঘটনা ভাবনার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।
রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যাওয়া রোগীদের ডেথ রিভিউ করেন, মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. ফজলুল কবির ভূঁইয়া। তার মতে, সচেতনতার অভাবে গ্রামের রোগীর মৃত্যুর সংখ্যা বেশি।
এমন পরিস্থিতিতে গ্রামের মানুষকেও গণটিকার আওতায় আনার, প্রস্তুতির কথা জানান, জেলা সিভিল সার্জন।
গত জুন মাসে রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে ৪০৫জনের মৃত্যু হয়েছে। আর জুলাই মাসেই মারা গেছে ৫১৫জন । চলতি মাসে ভর্তি হয়েছে প্রায় দেড় হাজার রোগী।