করোনায় আক্রান্তদের মস্তিষ্কে ধূসর পদার্থ জমে টিস্যুর ক্ষতি হতে পারে বলে শংকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্তদের মস্তিষ্কে ধূসর পদার্থ জমে টিস্যুর ক্ষতি হতে পারে বলে শংকার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা।
স্বাস্থ্য বিষয়ক নেচার জার্নালে গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কোভিডে আক্রান্ত হবার পর মস্তিষ্কে পরিবর্তনের প্রভাবে দীর্ঘস্হায়ী ক্ষতি হতে পারে। এতে স্মৃতিশক্তি দুর্বল হবার আশংকা বেশি। ৫১ থেকে ৮১ বছর বয়সী ব্যক্তিদের উপর করা গবেষণায় দেখা গেছে, কোভিডে আক্রান্ত হবার পর তাদের ঘ্রাণ ও অনুভূতি সম্পর্কিত মস্তিষ্কের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়েল স্কুল অফ মেডিসিনের নিউরোলজিক্যাল ইনফেকশন এবং গ্লোবাল নিউরোলজির প্রধান ডঃ সেরেনা স্পুডিচ বলেন, এটি এখন প্রমাণিত। কোভিড ভাইরাসে আক্রান্ত হলে মস্তিষ্কে কিছু পরিবর্তন হয়। কিন্তু, এ পরিবর্তনের কারণ এখনো অস্পষ্ট।