করোনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও আর্থিক সহায়তা নিশ্চিতে প্রধানমন্ত্রী নির্দেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩১:০১ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
করোনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও আর্থিক সহায়তা নিশ্চিতে সংশ্লিষ্ট মন্ত্রী ও মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।
সকালে সচিবালয়ে সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদের সদস্যরা এবং গণভবন থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালী এই বৈঠকে যোগ দেন। বৈঠকে সরকারের চলমান নানা প্রকল্প নিয়ে আলোচনা হয়। উন্নয়ন প্রকল্প ও পদ্মাসেতু, মেট্রোরেলসহ কয়েকটি মেগা প্রকল্পের কাজের অগ্রগতি ও ব্যয়ের বিষয়ে তদারকি করেন প্রধানমন্ত্রী। একই সাথে করোনার টিকা বিষয়েও সরকারের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।