করোনায় দারিদ্র ও কর্মহীন মানুষ বাড়ায় সামাজিক নিরাপত্তা বলয়ে এক লাখ ৮ হাজার কোটি টাকা বরাদ্দ
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৯:১৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
করোনায় দারিদ্র্য এবং কর্মহীন মানুষের সংখ্যা বাড়ায় এবার বাজেটে সামাজিক নিরাপত্তায় বলয় বাড়ানো হয়েছে। প্রস্তাবিত বাজেটে এ খাতে এক লাখ ৭ হাজার ৬শ ১৪ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। তবে এর মাঝে রয়েছে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের পেনশনও। প্রবীণ, বিধবা, প্রতিবন্ধীসহ অনগ্রসর ১ কোটির বেশি মানুষ সামাজিক সুরক্ষার আওতায় রয়েছেন। এছাড়া মুক্তিযোদ্ধাদের ভাতা ৮ হাজার টাকা বাড়িয়ে মাসে ২০ হাজার টাকা করা হয়েছে। তবে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে যে বরাদ্দ দেয়া হয়েছে, তাদের কাছে সেই সুবিধা পৌঁছানো নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা।
করোনা বেশি ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষ । সরকারি হিসেবে প্রায় দেড় কোটি দরিদ্র হলেও বেসরকারি তথ্য বলছে করোনার থাবায় নতুন করে আড়াই কোটির মতো মানুষের সংসার চলে কোন রকম টেনেটুনে। তাই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে বাজেটের ৫ দশমিক সাত শতাংশ বরাদ্দ রাখার প্রস্তাব করেছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, দেশের বেশি দারিদ্রপ্রবণ ১৫০টি উপজেলার প্রবীণদের বয়ষ্ক ভাতার আওতায় আনা হবে। এর মধ্যদিয়ে এবার আরও ৮ লাখ প্রবীন যুক্ত হবে এ সুবিধায়। সরকারি ভাতায় নতুন যুক্ত হবে ২ লাখ ৮ হাজার প্রতিবন্ধী। ৭ লাখ ৭০ হাজার দরিদ্র মা পাবেন মাতৃত্কালীন ভাতা। মুক্তিযোদ্ধারা ভাতা পাবেন ২০ হাজার করে।
গত বছর ৯৫ হাজার কোটি টাকার বেশি এ খাতে বরাদ্ধ থাকলেও বন্টন প্রক্রিয়া অস্বচ্ছতার কারণে সুবিধা বঞ্চিত হয় প্রকৃত দরিদ্ররা। গ্রাম এবং শহরে বার বার চেষ্টা করেও বয়ষ্ক ভাতা বা প্রতিবন্ধি ভাতা না পাওয়ার অভিযোগ করেন অনেকেই।
এবারের বাজেটে বরাদ্দও হতদরিদ্রের ঘরে পৌঁছাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন সমাজের পিছিয়ে পড়া এসব মানুষ।