করোনায় পুলিশের এস আই ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক সহকারি পরিচালকের মৃত্যু
- আপডেট সময় : ১২:৫১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
করোনায় রাজশাহীতে পুলিশের এস আই ও মৌলভীবাজারে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক সহকারি পরিচালকের মৃত্যু হয়েছে।
করোনা সংক্রমণ নিয়ে রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন পুলিশের এস আই মোশাররফ হোসেন মারা গেছেন। শুক্রবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয় ।নওগাঁয় কর্মরত ছিলেন মোশাররফ। তিনি নগরীর চন্ডিপুর এলাকায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি পাবনায়।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস মোহাম্মদ খায়রুল আতাতুর্ক জানান, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে করোনা নিয়ে পুলিশের এসআই মোশারফ খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি হন। পরে রাত এগারোটার দিকে মারা যান তিনি।
এদিকে,মৌলভীবাজারের স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারি পরিচালক ও সিভিল সার্জন ডা. এম এ মতিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মারা যান তিনি ।