করোনায় বাংলাদেশে আটকে পড়া ভারতীয় পাসপোর্ট যাত্রীরা ঘরে ফেরা শুরু করেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসে কারণে বাংলাদেশে আটকে পড়া ভারতীয় পাসপোর্ট যাত্রীরা ভারতে ফেরা শুরু করেছে।
দু’দেশে লকডাউন শুরু হলে ভারত সরকার ১৩ মার্চ থেকে সকল প্রকার যাত্রী গ্রহণ বন্ধ করে দেয়। এমনকি বাংলাদেশে আটকে থাকা ভারতীয়দেরকেও তারা গ্রহণ করেনি। ওই সময় তারা কেবল ভারতে থাকা বাংলাদেশিদেরকে ফেরত দিয়েছে। করোনা কালীন সময়ের জন্য চিকিৎসা, ব্যবসা বা ভ্রমণ যে কোনো কারণে ভারত বাংলাদেশ যাতায়াতকারীদের জন্য কিছু শর্ত দেয়া হয়েছিল যা এখনো বহাল রয়েছে। গতকাল থেকে এ পর্যন্ত প্রায় ৩শ’জন ভারতীয় পাসপোর্ট যাত্রী বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছে।