করোনায় সারা বিশ্বে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নারীরা
- আপডেট সময় : ০৩:২৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
করোনায় বাংলাদেশসহ সারা বিশ্বে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নারীরা।কোভিড-১৯ পরবর্তী সময়ে নারীদের আগের শক্তিশালী অবস্থানে ফিরিয়ে নিতে প্রতিটি দেশকে নারীর জন্য বিশেষ প্রণোদনা দিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ২০৪১ সাল নাগাদ বাংলাদেশে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ৫০ শতাংশে উন্নীত করার অঙ্গীকার করেছেন তিনি। বৃহস্পতিবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম বার্ষিক অধিবেশনের সাইডলাইনে ‘ফোর্থ ওয়ার্ল্ড কনফারেন্স অন ওমেন’-এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক উচ্চ পর্যায়ের ভার্চ্যুয়াল বৈঠকে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার রাতে নিউইয়র্কে সদরদপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম বার্ষিক অধিবেশনের সাইডলাইনে ‘ফোর্থ ওয়ার্ল্ড কনফারেন্স অন ওমেন’-এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত উচ্চ পর্যায়ের ভার্চ্যুয়াল বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় নারীর ক্ষমতায়ন ও অগ্রগতি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী। ২০৪১ সাল নাগাদ তার দেশে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ৫০ শতাংশে উন্নীত করার অঙ্গীকারও করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
কোভিড-১৯ মহামারিতে বিশেষ করে নারীদের ঝুঁকি বেড়ে গেছে জানিয়ে প্রধানমন্ত্রী তুলে ধরেন পারিবারিক সহিংসতার কথা। এই সম্মেলনে নারী ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতির কথা জানান শেখ হাসিনা। বলেন, নারীদের সামগ্রিক ক্ষমতায়নে দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নারীরা সব জায়গায় নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েছেন। জেন্ডার বাজেটিং, মাইক্রো ফাইনান্সের মতো উদ্যোগগুলো মহিলাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে তাঁর সরকার, জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।