করোনায় সারা বিশ্বে মৃত্যু ১ লাখ ১৫ হাজার, আক্রান্ত সাড়ে ১৮ লাখ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে এক লাখ ১৫ হাজার জনের মৃত্যু হয়েছে। ওয়ার্ল্ডোমিটারের হিসেবে করোনায় আক্রান্ত হয়েছে বিশ্বের সাড়ে ১৮ লাখ মানুষ।
আক্রান্তদের মধ্যে বর্তমানে ১৩ লাখ ৪৫৭ জন চিকিৎসাধীন এবং ৫০ হাজার ৮৯২ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এছাড়া করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে চার লাখ ৪ হাজার ৫শ’ জন সুস্থ হয়ে উঠেছেন। গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনা ভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। চীন থেকে ছড়ালেও বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের। দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ২২ হাজার ৫শ’ জন।