করোনায় স্কুল বন্ধ থাকায় আর্থিক ক্ষতিতে খুলনার কিন্ডারগার্টেন শিক্ষক ও কর্তৃপক্ষ
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৬:১১:৪২ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
মহামারি করোনায় দেড় বছর ধরে স্কুল বন্ধ থাকায় আর্থিক ক্ষতিতে পড়েছে খুলনার কিন্ডারগার্টেন শিক্ষক ও কর্তৃপক্ষ। একের পর এক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় উদ্যোক্তারা হয়েছেন নিঃস্ব,আর চাকরি হারিয়েছেন শিক্ষকরা। বেসরকারি শিক্ষকদের বাঁচানোর জন্য সরকারি উদ্যোগ নেয়া দরকার বলে মনে করে সংশ্লিষ্টরা। কিন্তু, সরকারিভাবে কিছু করার সুযোগ নেই বলে জানিয়েছে, প্রাথমিক শিক্ষা বিভাগ।
গত বছর ১৮ মার্চ থেকে সরকারি সিদ্ধান্তে সারাদেশের সঙ্গে খুলনা বিভাগের সব কিন্ডারগার্টেন বন্ধ রয়েছে। এই বিভাগে ৪৫ হাজারের বেশি কর্মকর্তা ও শিক্ষক এর সাথে জড়িত আছে। সামান্য বেতন ও টিউশনি ছিল তাদের একমাত্র ভরসা। বর্তমানে কর্মহীন হয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা।
বাড়ি ভাড়া পরিশোধ করতে না পারায়, অনেক কিন্ডারগার্টেনের টিকে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অল্প শিক্ষক দিয়ে স্বল্প পরিসরে অনলাইন ক্লাসের মাধ্যমে ছাত্র-ছাত্রী ধরে রাখার চেষ্টা করছেন কেউ কেউ।
বেসরকারি শিক্ষকদের বাঁচাতে সরকারি উদ্যোগের দাবি জানিয়েছে কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
কিন্তু, সরকারিভাবে কোনো কিছু করার সুযোগ নেই বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা বিভাগ।
খুলনা বিভাগে কিন্ডারগার্টেন আছে ২ হাজার ৮৬টি ।