করোনায় স্বাস্থ্যবিধি মানছে না গাইবান্ধার বেশিরভাগ মানুষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও, স্বাস্থ্যবিধি মানছে না গাইবান্ধার বেশিরভাগ মানুষ। মুখে মাস্ক ছাড়াই চলাফেরা করছেন তারা। জনগুরুত্বপূর্ণ জায়গায় হাত ধোয়ার বেসিন থাকলেও, তা কাজ করে না।
গাইবান্ধা শহরের হাসপাতাল এলাকার চিত্র এটি। শতশত মানুষ এসেছে চিকিৎসা নিতে। নেই সামাজিক দূরত্ব, নেই মাস্ক ব্যবহারের বালাই। এজন্য দিচ্ছেন নানা অজুহাত।
শহরের গুরুত্বপূর্ন ৩১টি জায়গায় হাত ধোয়ার জন্য বেসিন বসালেও, বেশিরভাগই নষ্ট হয়ে পড়ে আছে। দ্রুত এগুলো চালু করার দাবি জানিয়েছে স্থানীয়রা।
সব ধরনের প্রচারনাসহ মাস্ক বিতরণ করা হচ্ছে বলে জানান, পুলিশ সুপার।
বেসিন মেরামতসহ সব ধরনের প্রস্তুতির কথা জানান, জেলা প্রশাসক।
জেলায় এ পর্যন্ত করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৮২ জন।