কর্ণফুলী নদীর ঘাটে জেটির মোরিং বয়ার সাথে ধাক্কা লেগে জাহাজ ডুবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট ১ নং জেটিতে মোরিং বয়ার সাথে ধাক্কা লেগে আড়াই হাজার টন স্ক্র্যাপ লোহা নিয়ে এমভি বর্ণিয় প্রিন্স নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে।
ভোরে কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওয়াটার ট্রান্সপোর্ট সেল জানায়, রাতে জাহাজটি পতেঙ্গা এলাকায় ১৫ নম্বর চাইনিজ ঘাট থেকে শাহ আমানত সেতুর উপরে যাওয়ার জন্য যাত্রা করে। এসময় নদীতে স্রোত বেশি থাকায় জাহাজটিকে কয়েকবার সংকেত দেওয়া হয়। কিন্ত মাস্টার সংকেত না মেনে জাহাজটি চালিয়ে গেলে ১ নম্বর জেটি এলাকায় মোরিং বয়ার সাথে ধাক্কা লেগে ফাটল সৃষ্টি হয়। পরে পানি ঢুকে জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে থাকা ক্রুসহ অন্যান্যরা সাতরে তীরে উঠতে সক্ষম হন।