কর্মবিরতি পালন করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসনের অধীনস্থ তৃতীয় শ্রেনীর কর্মচারীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরনের দাবীতে কর্মবিরতি পালন করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসনের অধীনস্থ তৃতীয় শ্রেনীর কর্মচারীরা।
সকাল ৯ টায় জেলা প্রশাসকের কর্যালয়ের সামনে অবস্থান নেয় জেলা প্রশাসনের কর্মচারীরা। পরে তারা সব ধরনের কাজ বন্ধ রাখে। এছাড়া ৫ উপজেলার নির্বাহী অফিসের কার্যালয়, সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ের কর্মচারীরাও নিজ নিজ অফিসে কর্মবিরতি পালন করছে। এসময় চরম ভোগান্তিতে পড়ে জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন কায্যালয়ে আসা সাধারন মানুষ। এ কর্মবিরতি চলবে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচীতে জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার অফিসের তৃতীয় শ্রেনীর সকল কর্মচারীরা অংশ নেয়।