কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্যবসা-বান্ধব বাজেট দেয়া হয়েছেঃ অর্থমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৫৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্যবসা-বান্ধব বাজেট দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঘাটতি বেশী হলেও এ বাজেট বাস্তবায়ন সম্ভব। তাছাড়া বেশ ক’বছর ধরেই বাজেট বাস্তবায়ন ভালোই হচ্ছে। মন্ত্রী বলেন, করোনায় ক্ষতিগস্ত শিল্প এবং কৃষিসহ বিভিন্ন খাতে সরকারের দেয়া ১ লাখ ২৮ হাজার কোটি টাকার প্রণোদনা শতভাগ বাস্তবায়ন করা হবে। প্রয়োজনে নতুন প্রণোদনা দেয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
বাজেট পরবর্তী ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা এবং পরিকল্পনামন্ত্রী, কৃষি মন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান এবং অর্থসচিব। দেশের বর্তমান অবস্থা এবং মুক্তবাজার অর্থনীতিকে গুরুত্ব দিয়ে ব্যবসা-বান্ধব বাজেট দেয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন খাতে কর মওকুফ বা কমানো হয়েছে ব্যবসায়ীদের নতুন ব্যবসায় বিনোয়োগে উৎসাহী করতে। নতুন প্রতিষ্ঠান বাড়লে কর্মসংস্থান সৃষ্টি হবে, কাজের সুযোগ পাবে মানুষ।
ঘাটতি বাজেট বাস্তবায়ন বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, গত কয়েক বছর ধরে বাজেট বাস্তবায়নে সাফল্যের অভিজ্ঞতা নিয়েই ২০২১-২২ অর্থবছরের বাজেট দেয়া হয়েছে। বর্তমান বিশ্বে ঋণ নেয়ার পর্যাপ্ত সুযোগ থাকায় বাজেট বাস্তবায়নে অর্থের কোনো সংকট হবে না বলেও জানান তিনি।
করোনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন খাতে সরকারের ২৩টি প্রণোদনা প্যাকেজের মাত্র ১৭ ভাগ বাস্তবায়ন বাকী আছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, প্যাকেজের মেয়াদ তিন বছর হলেও প্রয়োজনে আরো প্রণোদনা প্যাকেজ আসবে।
বাজেটে কৃষি খাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়ায় কৃষি উৎপাদন বাড়বে বলে মনে করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আগামী দিনে খাদ্যপণ্য আমদানী বন্ধ হওয়ার পাশাপাশি রপ্তানীও সম্ভব হবে বলে মনে করেন তিনি।