কল-কারখানায় বিদ্যুত ব্যবহার নিয়ন্ত্রণ করার আহ্বান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২০:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি সব কল-কারখানায় বিদ্যুত ব্যবহার নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়েছেন বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বিকেলে ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। নসরুল হামিদ বলেন, সারাদেশের উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালন ও নিয়ন্ত্রণ করার পাশাপাশি বিদ্যুত বিভাগকে আধুনিকায়ন করতে কাজ করছে সরকার। বিদ্যুৎ বাণিজ্যের ক্ষেত্রে দেশের বর্তমান গ্রিড লাইনের উন্নয়ন করা জরুরি বলে মনে করেন বিদ্যুত প্রতিমন্ত্রী।