কাঁচা মরিচের দাম প্রতি কেজি এক হাজার টাকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- / ১৬৮০ বার পড়া হয়েছে
দেশের বাজারে কাঁচা মরিচের দাম প্রতি কেজি এক হাজার টাকা পর্যন্ত ওঠায় ঈদের পর থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু করে আমদানিকারকরা।
কিন্তু খরচ বেশি হওয়ায় আমদানি বন্ধ রেখেছে আমদানিকারকরা। দিনাজপুরের আমদানি কারক আনোয়ার হোসেন জানান, ভারতীয় মুদ্রায় প্রতি কেজি মরিচ আমদানিতে খরচ, ১১০ থেকে ১২০ রুপি। সাথে রয়েছে পরিবহন খরচ। সব মিলিয়ে প্রতি কেজি কাঁচা মরিচ আমদানি খরচ দাঁড়ায় ১৮০ টাকা। দেশের বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৩০ টাকা থেকে ১৫০ টাকায। এ অবস্থায় ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করে লোকশান গুণতে হচ্ছে। ফলে হিলি স্থল বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি বন্ধ রাখা হয়েছে। এ পর্যন্ত হিলির ১১ জন আমদানিকারককে ৪ হাজার ২০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয়া হয়েছে।