কাঁচাবাজারে সবজির দাম বাড়লেও দর কমেছে সব ধরনের মাছের
- আপডেট সময় : ০৩:৩৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম বাড়লেও দর কমেছে সব ধরনের মাছের। কেজিতে ৬০ টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়। আর ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমেছে সবধরনের মাছের দাম। সরবরাহ কমার অজুহাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। আর গরুর ও খাসির মাংসে বিক্রি হচ্ছে আগের দামেই।
রাজধানীর মোহাম্মদপুর টাউনহল মার্কেট। সাপ্তাহিক ছুটির দিনে হওয়ায় বেড়েছে ক্রেতা বিক্রেতার আনাগোনা। বাজার ঘুরে দেখা যায়, দাম বেড়েছে সবধরনের সবজির। বরবটি, পটল, ঢেড়স, করলা পেঁপে, টমেটো, গাজরসহ সহ প্রায় সবধরনের সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। বিক্রেতারা বলছেন, গত সপ্তাহে কাঁচামরিচ ছিল ১১০ থেকে ১২০ টাকা কেজি। এ সপ্তাহে ৬০ টাকা বাড়ছে। এভাবেই প্রত্যেকটি পণ্যে ৭ থেকে ১০ টাকা কেজি বাড়ছে।
ক্রেতারা বলছেন, সঠিক বাজার তদারকি অভাবে দাম বাড়ছে। তারা বলছেন, এখন যে অবস্থা তাতে করে মধ্যম আয়ের মানুষের সবজি কিনতে হিমশিম খেতে হবে। স্বস্তির খবর আছে মাছের বাজারে। কেজিতে ৫০ থেকে ৬০ টাকা কমে রুই মাছ ২৮০ এবং আর ইলিশ বিক্রি হচ্ছে প্রতিকেজি ৮’শ থেকে ১২’শ টাকায়। এদিকে সরবরাহ কমার অজুহাতে বেড়েছে কক ও ব্রয়লার মুরগির দাম । অন্যদিকে গরুর ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই।