কাগজে কলমে ৩১১টি কমিউনিটি ক্লিনিক, সেবা পাচ্ছেন না দরিদ্র জনগোষ্ঠী
- আপডেট সময় : ০২:৩১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
কাগজে কলমে গাইবান্ধার ৭ উপজেলায় ৩১১টি কমিউনিটি ক্লিনিকের অস্তিত্ব রয়েছে। কিন্তু স্বাস্থ্য বিভাগের কর্মীদের অনুপস্থিতিতে গ্রাম পর্যায়ে চিকিৎসা সেবা পাচ্ছেন না দরিদ্র জনগোষ্টি। গাইবান্ধার বিস্তীর্ণ চরাঞ্চলে স্বাস্থ্যসেবার চিত্র এর চেয়েও ভয়াবহ।
দরিদ্র জনগোষ্ঠির স্বাস্থ্যসেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে ক্লিনিক গুলো সকাল ৯ টা থেকে ৩ টা পর্যন্ত খোলা রেখে সেবা দেয়ার কথা থাকলেও বাস্তবে চিত্র ভিন্ন। স্বাস্থ্য বিভাগের দায়ীত্বপ্রাপ্ত কর্মীরা নিয়মিত আসেন না। প্রায়ই তালা বন্ধ থাকে ক্লিনিকগুলো। কোনটা আবার বেলা ১২টার দিকে খুলে দুপুর ১টায় বন্ধ করে চলে যান স্বাস্থ্যকর্মীরা। ফলে সকাল থেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চিকিৎসা বঞ্চিত গ্রামের দরিদ্র মানুষ।
অন্যদিকে গাইবান্ধার ৪ উপজেলার চরাঞ্চলের চিত্র আরও ভয়াবহ। কোথাও কোন অবকাঠামো নেই। যে কারণে স্বাস্থ্যকর্মীরা কর্মস্থলে মাসে ২ থেকে ৪ দিন গেলেও চলে। এমন অবস্থায় ক্ষোভ জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
জনবল সংকটের কারণে বিভিন্ন জায়গায় কিছুটা সমস্যা হচ্ছে,তবে নিয়মিত চিকিৎসা দেয়া হচ্ছে বলে দাবি করেন এই কর্মকর্তা।
স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কতৃপক্ষ আরো তৎপর হবে এমন দাবী স্থানীয়দের।