কাঙ্খিত স্বাস্থ্য সেবা পাওয়া যাচ্ছে না কুড়িগ্রাম আড়াই’শ শয্যা হাসপাতালে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
কাঙ্খিত স্বাস্থ্য সেবা পাওয়া যাচ্ছে না আড়াই’শ শয্যার কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে। দীর্ঘদিন ধরে চিকিৎসক ও জনবল সংকট নিয়ে কোন রকমে চলছে হাসপাতালটি। এ নিয়ে অভিযোগ করে রোগী ও স্বজনরা।
জেলার ২৩ লাখ মানুষের উন্নত চিকিৎসার জন্য ২০১৬ সালে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালকে ২শ ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্সসহ অন্যান্য জনবল নিয়োগ না দেয়ায় উন্নত সেবা থেকে বঞ্চিত হচ্ছে এখানকার মানুষজন।
বেশিরভাগ বিভাগে নেই বিশেষজ্ঞ চিকিৎসক। ফলে জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য রংপুরে যেতে হয় রোগীদের। বর্হিবিভাগে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চিকিৎসকের দেখা পাচ্ছেন না অনেকেই।
দ্রুততম সময়ে জনবল নিয়োগ দেয়া প্রয়োজন জানালেন, হাসপাতালের আবাসিক চিকিৎসক।
বর্তমানে অবকাঠামোয় ৪৩ জন চিকিৎসকের জায়গায় আছেন মাত্র ২৫ জন।