কাজী আনিছুর রহমান ও তার স্ত্রী সুমি রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
- / ১৭৮৮ বার পড়া হয়েছে
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যুবলীগ থেকে বহিস্কৃত দপ্তর সম্পাদক কাজী আনিছুর রহমান ও তার স্ত্রী সুমি রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন কমিশনের উপ-পরিচালক গুলশান আনোয়ার। মামলায় আনিছুর রহমানের বিরুদ্ধে ১২ কোটি ৮০লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে । এদিকে, বিভিন্ন অনিয়ম ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় সচিব প্রশান্ত কুমার রায়কে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দুদক জানায়,সরকারি কর্মকর্তার দায়িত্বে থাকা অবস্থায় ডেনিম পলিমার,ডেনিম এক্সপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিচয় দিয়ে অস্ট্রেলিয়া প্রবাসী এক ব্যক্তির কাছ থেকে বড় অঙ্কের টাকা নেন তিনি।