কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য দেখতে ভীড় করছেন পর্যটকরা
- আপডেট সময় : ০৬:৪৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের তেতুঁলিয়ায় আবারও দেখা মিলছে হিমালয় পর্বতমালার তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ- কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা। হেমন্তের মেঘমুক্ত আকাশে তেঁতুলিয়া উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে খালি চোখেই কাঞ্চনজঙ্ঘার এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে ভীড় করছেন পর্যটকরা। প্রকৃতিপ্রেমীদের সুযোগ-সুবিধা নিশ্চিতে সহায়তা করছেন স্থানীয় প্রশাসন।
ভারতের সিকিম ও নেপাল সীমান্তে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। সূর্যের আলোকছটায় হিমালয় কন্যা নানান রঙে বর্ণিল হয়ে উঠে। নয়নাভিরাম দৃশ্য দেখতে জড়ো হচ্ছেন প্রকৃতিপ্রেমীরা।
কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা যায় তেতুঁলিয়া উপজেলার ডাকবাংলো থেকে। এ কারণেই গত কয়েকদিনে ভারতীয় সীমান্ত ঘেরা ডাকবাংলোয় ভিড় করছেন পর্যটকরা। সূর্য ওঠার সময় কাঞ্চনজঙ্ঘার লাল আভা ক্রমান্বয়ে শ্বেত শুভ্রবর্ণে রূপান্তর হবার দৃশ্য দেখে অভিভূত পর্যটকরা। মনোমুগ্ধকর দৃশ্য ক্যামেরায় ধরে রাখছেন অনেকে।
নতুন এই পর্যটন কেন্দ্রকে জনপ্রিয় করে তুলতে পর্যটকদের নিরাপত্তায় সার্বিক সহায়তা করছে তেতুঁলিয়া প্রশাসন। ট্যুরিস্ট পুলিশ বলে জানালেন, টুরিষ্ট পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ-ভারতের সীমান্ত রেখার বাইরের এই স্থান দেখতে লাগছে না কোন পাসপোর্ট ও ভিসা।