কাটাখালীতে সড়ক দুর্ঘটনায় গ্যাসের সিলিন্ডারের আগুনে অঙ্গার হওয়া ১৭ জনের ডিএনএ পরীক্ষার উদ্যোগ
- আপডেট সময় : ০১:৪৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
রাজশাহী কাটাখালীতে সড়ক দুর্ঘটনায় গ্যাসের সিলিন্ডারের আগুনে অঙ্গার হওয়া ১৭ জনের ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে পুলিশ।
সকালে নিহত ও তাদের স্বজনদের উভয়ের শরীরে নমুনা সংগ্রহ করা হয়। আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, ডিএনএ টেস্ট ছাড়া নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব নয়। ডিএনএর নমুনা সংগ্রহের পর মরদেহগুলোর ময়না তদন্ত করা হবে। ময়না তদন্ত শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এদিকে, সকালে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারের সদস্যের হাতে ১০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়। জেলা প্রশাসক জানিয়েছেন, মরদেহ দাফন এর জন্য রংপুর জেলা প্রশাসন আরো ১০ হাজার টাকা করে প্রত্যেককে প্রদান করা হবে। শুক্রবার দুপুরে রাজশাহীর কাটাখালীতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়। এসময় আহত হয় আরো চারজন। এ ঘটনায় বাস চালককে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।