কাতার বিশ্বকাপে নিজেদের বাঁচা-মরার লড়াইয়ে আর্জেন্টিনা
- আপডেট সময় : ০৩:৩০:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
- / ১৬১৮ বার পড়া হয়েছে
কাতার বিশ্বকাপে সি’ গ্রুপের নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে রাতে মাঠে নামবে আর্জেন্টিনা প্রতিপক্ষ পোল্যান্ড। ৯৭৪ দোহা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা। এছাড়া একই সময় অন্য ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে মেক্সিকো। এদিকে ডি’ গ্রুপের নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ লড়বে ফ্রান্স-তিউনিসিয়া ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ডেনর্মাক। দুইটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। টুর্নামেন্টে টিকে থাকার জন্য ফ্রান্সের বিপক্ষে জয়ের বিকল্প নেই তিউনিসিয়ার।
ফ্রান্স, ব্রাজিল ও পর্তুগাল দুই ম্যাচ শেষেই যা করতে পেরেছে অপেক্ষাকৃত দুর্বল সঙ্গী পেয়েও আর্জেন্টিনার পক্ষে তা করে ওঠা সম্ভব হয়নি। শেষ ষোলোর ভাগ্য এখনও সুতায় ঝুলছে মেসি বাহিনীর। পারবে কী পোল্যান্ডকে হারাতে? এই প্রশ্ন এখন ফুটবল বিশ্বের আনাচে-কানাচে।
সি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সমীকরণে টিকে আছে চার দলই। তবে সরাসরি জয় পেলে শেষ ষোলো নিশ্চিত আর্জেন্টিনার।
পোল্যান্ডের বিপক্ষে আলবিসেলেস্তারা যখন লড়বে। তখন গ্রুপের আরেক ম্যাচ চলবে লুসাইল স্টেডিয়ামে। যেখানে মেক্সিকোর প্রতিপক্ষ সৌদি আরব। তাদের লক্ষ্য দ্বিতীয় রাউন্ডের ঠিকানা পেতে।
মেসি-ডি মারিয়াদের ড্র এর সমীকরণেও বিপদের আশঙ্কা আছে। সেক্ষেত্রে পোল্যান্ড তো যাবেই। তবে মেক্সিকোর বিপক্ষে সৌদি আরবের জয়ে, আর্জেন্টিনাকে ছিটকে ফেলতে পারে টুর্নামেন্ট থেকে। আর তাই জয় ছাড়া আর কোনো পরিকল্পনা নেই আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির কাছে।