কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- আপডেট সময় : ০৫:৪৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
- / ১৬১৮ বার পড়া হয়েছে
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড। গ্রুপ অফ সিক্সটিনের ম্যাচে সেনেগালকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করেছে ইংলিশরা। এদিকে, পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে ফ্রান্স।
হারলে বিদায় আর জিতলেই শেষ আট। এমন সমীকরণে সেনেগালের বিপক্ষে ফেভারিটের তকমা নিয়েই মাঠে নেমেছিল ইংল্যান্ড।
আল বাইত স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ইংল্যান্ড। ইংলিশ ফুটবলারদের দাপুটে পারফরম্যান্সে কোণঠাসা হয়ে পড়ে সেনেগাল। তবে গোলের দেখা পেতে বেশিক্ষন অপেক্ষা করতে হয়নি গ্যারেথ সাউথগেটের শিষ্যদের।
ম্যাচের ৩৮ মিনিটে দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে বেলিংহামের বাড়ানো বলে গোল করে দলকে ১-০ ব্যবধানের লিড এনে দেন হেন্ডারসন।
৪৩ মিনিটে আবারও গোলের সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। লুক শর শট দারুণভাবে রুখে দেন সেনেগালের গোলরক্ষক মেন্ডি।
বিরতিতে যাওয়ার আগে আবারও লিড পায় ইংল্যান্ড। ফিল ফোডেনের দারুণ ক্রসে স্কোরশিটে নাম তোলেন অধিনায়ক হ্যারি কেইন। এবারের বিশ্বকাপে এটি তার প্রথম গোলে।
বিরতি থেকে ফিরে ৫৭ মিনিটে গোল করেন বুকায়ো সাকা। কাউন্টার অ্যাটাক থেকে ফোডেনের ক্রসে এভারের বিশ্বককাপে তৃতীয় গোলটি করেন আর্সেনাল তারকা।
গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে সেনেগাল। শেষের দিকে কিছু সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় আফ্রিকান দেশটি।
ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ৩-০ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স।