কাতার বিশ্বকাপের জার্সি প্রকাশ করলো আর্জেন্টিনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৮:০২ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
- / ১৭৮৮ বার পড়া হয়েছে
কাতার বিশ্বকাপের জার্সি প্রকাশ করলো আর্জেন্টিনা। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্য সবার আগে নিজেদের জার্সি প্রকাশ করলো লিওনেল মেসিরা।
বিশ্বকাপে লিওনেল মেসিরা তাদের ঐতিহ্যবাহী আকাশী নীল-সাদা জার্সি পরেই খেলতে নামবে। জার্সির স্পন্সর- স্পোর্টস সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস প্রকাশ করেছে আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি। বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার শুধু হোম জার্সিই প্রকাশ করেছে এডিডাস। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি মনে করছেন, এই জার্সি পরে মাঠে নামার পর তাদেরকে দিয়েগো ম্যারাডোনার কথা মনে করিয়ে দেবে। আর এ বিষয়টা হতে পারে তার এবং দলের অন্য ফুটবলারদের জন্য দারুণ এক অনুপ্রেরণার বিষয়।